বৃহত্তর বাচাঁমিয়ার/ আশুর/ মকতুলেরঘোনা ও আলুর পাহার এলাকার রাস্তাটি নির্মাণ কাজ উদ্ভোধন

জাহাঙ্গীর আলম, স্টাফ রিপোর্টারঃ অবশেষে দীর্ঘ প্রতিক্ষার পর আজ সকাল ১১ঘটিকার সময় কক্সবাজার পৌরসভার ৭নং ওয়ার্ডের দক্ষিণ রূমালিয়ারছরাস্থ চেয়ারম্যানঘাটা হতে  বৃহত্তর বাচাঁমিয়ার/ আশুর/ মকতুলেরঘোনা ও আলুর পাহার এলাকার একমাত্র চলাচলের রাস্তাটি নির্মানের জন্য নির্মাণ কাজ উদ্ভোধন করেন কক্সবাজার পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র জনাব মাহবুবুর রহমান চৌধুরী মাবু, এ সময় উপস্থিদ ছিলেন, জনাব আশরাফুল হুদা ছিদ্দিকী জামসেদ কাউন্সিলর ৭ নাম্বার ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা, জনাব মুহাম্মাদ নুরুল আলম নির্বাহী প্রকৌশলী কক্সবাজার পৌরসভা, জানাবা মুছাম্মাদ মঞ্জুমুন নাহার (মঞ্জু) কাউন্সিল ৭/৮/৯ নং ওয়ার্ড কক্সবাজার পৌরসভা।

জনাব আব্দুল লতিফ সভাপতি বৃহত্তর বাচাঁমিয়ার/ আশুর/ মকতুলেরঘোনা ও আলুর পাহার এলাকার সমাজসেবামুলক কমিটি, জনাব মুহাম্মাদ জাহাঙ্গীর আলম সাধারণ সম্পাদক বৃহত্তর বাচাঁমিয়ার/ আশুর/ মকতুলেরঘোনা ও আলুর পাহার এলাকার সমাজসেবামুলক কমিটি,

মৌঃ মোঃ শাহ আলম সিনিয়র সহ সভাপতি বৃহত্তর বাচাঁমিয়ার/ আশুর/ মকতুলেরঘোনা ও আলুর পাহার এলাকার সমাজসেবামুলক কমিটি, যথাক্রমে এডঃ মীর মোশারফ হোসেন,ডাঃ আইয়ুব সহ সভাপতি সমাজসেবামুলক কমিটি, সাংবাদিক মাহবুবুল আলম, নুর শরীফ, মোঃআসিফ,নুরুল আলম সওঃ, আলমগীর,মতউর রহমান মতি, আক্তার কামাল, খাইরুল হক,শওকত ড্রাইভার,মোঃ মাছন, শামছু উদ্দিন,শামশুল আলম মিস্ত্রি, মাহা মুদূল হাসান সহ এলাকার সর্বস্তরের জনগন রাস্তার উদ্ভোধনী অনুষ্টানে উপস্থিত ছিলেন।

সংক্ষিপ্ত বক্তব্যে মেয়র বলেন, এলাকাবাসীর  সার্বিক সাহায্য-সহযোগিতা থাকলে দ্রুত ও নির্দিষ্ট সময়ের মধ্যে রাস্তার কাজ সমাপ্ত করা সম্ভব হবে। মেয়র আরো বলেন, অচিরে অত্র এলাকার রাস্তা, ড্রেন, কানেকটিং রোডগুলোর কাজ করা হবে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.