বৃহত্তর ঈদগড় – বাইশারী বাসীর স্বপ্ন পূরণ করেছেন ঈদগড় মেড়িকেল সেন্টার এন্ড হাসপাতাল

 

 

মাসেদুল হক আরমান রামুঃ

রামু উপজেলার ঈদগড়ে উদ্বোধন হয়েছে ঈদগড় মেডিকেল সেন্টার এন্ড হাসপাতাল। উদ্বোধন উপলক্ষে দিন ব্যাপী নানা কর্মসূচি পালিত হয়।

২ ফেব্রয়ারী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা  কেটে শুভ উদ্বোধন করেন, -স্বাধীনতা চিকিৎসক পরিষদ কক্সবাজার জেলা প্রধান উপদেষ্টা   ডাঃ মোহাম্মদ সাইফুদ্দীন ফরাজী, বিশেষ অতিথি  ছিলেন, কক্সবাজার সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবু তালেব, ঈদগড় ইউনিয়ন আওয়ামীলীগ  সভাপতি বীর মুক্তিযোদ্বা নুরুল ইসলাম বাঙ্গালী, সাধারণ সম্পাদক হাজ্বী নুরুল আলম, ঈদগড় ইউনিয়ন যুবলীগ  সভাপতি মনিরুল ইসলাম মনির, হাসপাতাল টি প্রতিষ্টা লগ্নে সার্বিক সহযোগিতা করায় কক্সবাজার- রামু আসনের  সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমলের প্রতি  কৃতজ্ঞতা প্রকাশ করেন হাসপাতাল কতৃপক্ষ। পাশাপাশি তাহারা এলাকার সর্বস্তরের জনসাধারণের  সহযোগিতা কামনা করেন। উদ্বোধনী দিনে প্রায়  ৪ শত রোগীদেরকে ফ্রী চিকিৎসা সেবা প্রদান করেন।

হাসপাতালটি প্রতিষ্টা করায় কতৃপক্ষকে এলাকাবাসী সাধুবাদ জানান। এ সময়  ঈদগড় মেডিকেল সেন্টার এন্ড হাসপাতালের এমডি সরওয়ার কামাল,পরিচালক মাওলানা ছৈয়দুল হক, ব্যবস্থাপনা সম্পাদক মোঃ রুমেল, সাংবাদিকসহ এলাকার হাজার হাজর জনতা উপস্থিত ছিলেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.