বুধবার বাদ আসর কুমিল্লায় এম কে আনোয়ারের দাফন
ওয়ান নিউজ ডেক্সঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারের প্রথম নামাজে জানাজা মঙ্গলবার সকাল ১০টায় রাজধানীর কাঁটাবন মসজিদে অনুষ্ঠিত হয়েছে। এরপর বেলা ১২টায় নয়া পল্টনে বিএনপির কার্যালয়ে দ্বিতীয় এবং দুপুর ১টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে।
এরপর বুধবার কুমিল্লার তিতাস এলাকায় বাদ জোহর চতুর্থ জানাজা এবং হোমনায় বাদ আসর পঞ্চম জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
উল্লেখ্য, সোমবার দিবাগত রাত ১টা ৪০ মিনিটে রাজধানীর এলিফ্যান্ট রোডের নিজ বাসায় ইন্তেকাল করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী এম কে আনোয়ার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি প্রায় ৫ বছর ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.