প্রেস বিজ্ঞপ্তিঃ
১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে অংশ গ্রহণ করেছিল এবং যুদ্ধের রনাঙ্গনে নিজের জীবনকে বাজি রেখে ৯ মাস যুদ্ধ করে দেশ স্বাধীন করেন। গতকাল তার নিজ বাস ভবনে ভোর ৫টায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তার শেষকৃত্য অনুষ্ঠান কক্সবাজারের হিন্দু মহা-শ্বশানে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করেন। এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মাসুদুর রহমান মুল্লাহ, পুলিশ প্রশাসনের অতিরিক্ত পুলিশ সুপার আদিবুল ইসলাম, বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার ও সেক্টর কমান্ডার্স ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১ এর জেলা সভাপতি সাবেক জেলা কমান্ডার আলহাজ্ব মো: আলী, বক্তব্য রাখেন সাবেক জেলা কমান্ডার মো: শাহজাহান, এসময় সেক্টর কমান্ডার্স ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১ জেলা শাখার পক্ষ থেকে পুস্পমাল্য অর্পন করেন জেলা শাখার সাধারণ সম্পাদক কমরেড গিয়াস উদ্দিন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শিল্পী এস.ডি সনজু, নির্বাহী সদস্য বাবু সমির বরণ পাল, সদর উপজেলা কমিটির সহ-সভাপতি নাছির উদ্দিন, উজ্জ্বল সেন, জেলা কমিটির সদস্য শিল্পী এস.এস সিরাজ, এসময় আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দু সালাম, পরিমল বডুয়া, আবু তাহের, আইয়ুব বাঙ্গালী, মো: ওয়ারেছ, সুনিল বডুয়া প্রমুখ। উক্ত শেষ কৃত্য অনুষ্ঠানে বীর মুক্তিযুদ্ধা রনজিত শীলের পরিবারের সকল সদস্যের প্রতি গভীর সমবেদনা ও মঙ্গল কামনা করেন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.