ইমাম খাইর#
বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন।
শোক বাণীতে তিনি বলেন, মুক্তিযোদ্ধা সংসদ কক্সবাজার জেলা ইউনিটের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান করোনা আক্রান্ত হয়ে মৃত্যুতে জেলা প্রশাসন কক্সবাজারের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি। তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। আল্লাহ তাঁকে জান্নাত দান করুন।
উল্লেখ্য, গত ২৮ অক্টোবর মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহানের করোনা শনাক্ত হয়। তখন থেকে তিনি সদর হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন ছিলেন।
রবিবার (১ নভেম্বর) দুপুর ১২টা ৫০ মিনিটে এই বীর মুক্তিযোদ্ধা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.