বিয়ে না করেও স্বামী-স্ত্রীর মতো বসবাস, যুবক আটক

কাইমুল ইসলাম ছোটন, মহেশখালী:
মহেশখালীর মাতারবাড়ীর নাছিরের বাসায় বিয়ে না করেও স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাসের সময় অসামাজিক কার্যকলাপের অভিযোগে এক গাড়ি চালক ও এক নারীকে আটক করেছেন স্থানীয়রা।

৭ মে (শুক্রবার) সন্ধ্যা ৬ টার সময় মাতারবাড়ীর সাইরার ডেইল এলাকার নাছিরের বাসা থেকে আপত্তিকর অবস্থায় আটক করে স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে পুলিশ তাদের মাতারবাড়ী পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়।

আটক গাড়িচালকদের নাম সাজু বড়ুয়া। যার ধর্ম বৌদ্ধ। বাড়ি মিরসরাই। সে মাতারবাড়ী কয়লাবিদ্যুৎ প্রকল্পের এলিট কোম্পানির আওতায় গাড়ি চালান। রহিমার বাড়ি চট্টগ্রামের সাতকানিয়ায়। যার ধর্ম ইসলাম।

স্থানীয়রা জানান, নাছিরের বাসায় সাজু বড়ুয়া ভাড়া থাকত। সে কিছুদিন পূর্বে স্ত্রী পরিচয়ে চট্টগ্রামের সাতকানিয়া থেকে রহিমাকে নিয়ে আসেন এবং মালিক যাচাই-বাছাই না করে তাদের একসাথে থাকতে দেয়। এই সময় স্থানীয় মোহাম্মদ আলী ও গ্রাম পুলিশ বাদশাসহ স্থানীয় সাধারণ মানুষ তাদের আটক করেন। পরে তারা পুলিশকে খবর দেয়। নাছির দীর্ঘদিন বাসাভাড়া দিয়ে এমন অনৈতিক কর্মকান্ড চালান বলে স্থানীয়রা অভিযোগ করেন। সে প্রভাবশালী হওয়ায় এতদিন কেউ মুখ খোলার সাহস পাই নাই।

স্থানীয় মোহাম্মদ আলী বলেন, তিনি অসামাজিক কার্যকলাপের খবর পেয়ে স্থানীয়দের নিয়ে তাদের আটক করেন।

বাড়ির মালিক নাছির বলেন, তাদের আমি ব্যাচেলার বাসাভাড়া দেই। পরে সাজুর স্ত্রী আসার কথা বলায় আলাদা রুম দেই, কয়েকদিন পূর্বে। বিয়ের কোন ডকুমেন্টস চাইছে কিনা জিজ্ঞেস করলে সে বলে দেখে নাই। অন্যদিকে সাজু বড়ুয়া সাথে দীর্ঘদিন বসবাস করা সহকর্মীরা বলেন, সে দীর্ঘদিন হচ্ছে নীচতলায় বাস করেন। আমাদের সাথে থাকেন না।

স্থানীয় মেম্বার হামিদ হোসাইন খোকা বলেন, আমি বিষয়টা শুনেছি। তবে আমাকে কেউ জানায় নাই। কিছুক্ষণের মধ্যে আমি এইদিকে যাব।

মাতারবাড়ী পুলিশ ফাঁড়ির এস.আই তোফায়েল বলেন, আমার আই.সি স্যারকে ফোন দেন।

আই.সি সাখাওয়াত বলেন, আমি বাইরে আছি। পরে বলব।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.