রপালী ডেক্সঃ
রাজধানীর কলাবাগান থানাধীন কাঁঠালবাগান ঢালে পদ্মা জেনারেল হাসপাতালের সামনে ফাঁকা রাস্তায় ব্যাটারিচালিত রিকশাভ্যান দ্রুত যাওয়া সময় চাকার নিচে বিড়াল পড়ায় রিকশা ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ভ্যানে থাকা এক কাঁচামাল ব্যাবসায়ী আব্দুল আজিজ (৩৫) নিহত হয়েছেন। আহত হয়েছেন আরেক ব্যবসায়ী সাইফুল (৩০) ও ভ্যানচালক আলম। শনিবার দিবাগত রাত ১ টার দিকে ঘটনাটি ঘটে।
চিকিৎসা নিতে এসে ঢাকা মেডিকেল থেকে পালিয়ে যাওয়া রাব্বি গ্রেফতার
পরে তাদের উদ্ধার করে চিকিৎসার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় আব্দুল আজিজকে রাত পৌনে ১টায় চিকিৎসক মৃত ঘোষণা করেন। অপর ব্যবসায়ী চিকিৎসাধীন রয়েছেন। চালক সামান্য আহত হয়েছেন।
রিকশাভ্যান চালক আলম বলেন, ‘শ্যামবাজারের দুই কাঁচামাল ব্যবসায়ীকে নিয়ে কাওরানবাজার যাচ্ছিলেন কাঁচামাল ক্রয়ের জন্য। যাওয়া পথে কাঁঠালবাগানের ঢালে পদ্ম্যা ডায়াগনস্টিক সেন্টারের সামনে রাস্তায় ব্যাটারিচালিত রিকশাভ্যানটির সামনে দিয়ে একটি বিড়াল দৌড়ে যাওয়া সময়ে রিকশাভ্যানের চাকার নিচে পড়ে যায়। এতে ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। তখন ভ্যানে বসে থাকা দুইজনই ছিটকে পড়ে যায়। পরে পথচারীদের সহযোগিতায় তাদেরকে হাসপাতালে নিয়ে আসি।’
সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আব্দুল খাঁন। তিনি বলেন, ‘মৃতদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আহত ব্যবসায়ী চিকিৎসাধীন আছেন। সামান্য আহত চালককে প্রাথমিক চিকিৎসা দেওয়া পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
ভ্যানচালক জানিয়েছেন, নিহতের গ্রামের বাড়ি যশোর বলে জানাগেছে। নিকট আত্মীয় না আসায় তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.