বিশ্ব রেকর্ডের সামনে ইয়াসির
ওয়ান নিউজ ক্রীড়া ডেক্সঃ দুবাই টেস্টটা স্বপ্নের মতো যাচ্ছে ইয়াসির শাহর। নিউজিল্যান্ডের প্রথম ইনিংসে ১০ উইকেটের ৮টিই পেয়েছেন তিনি। কিউইদের দ্বিতীয় ইনিংসে পতন হওয়া প্রথম ২ উইকেটও ঝুলিতে ভরেছেন এ লেগি। এ পথে গড়েছেন চারটি রেকর্ড। এবার পাকিস্তানের স্পিন জাদুকরের সামনে বিশ্ব রেকর্ডের হাতছানি।
চলমান টেস্টটি ইয়াসিরের ৩২তম টেস্ট। সেই ম্যাচ শেষ না হতেই তার উইকেট সংখ্যা দাঁড়িয়েছে ১৯১। ম্যাচের হিসাবে দ্রততম ২০০ উইকেট নেয়ার সুযোগ এখন তার সামনে।
বর্তমানে রেকর্ডটি অস্ট্রেলিয়ার সাবেক লেগ স্পিনার ক্লারি গ্রিমেটের দখলে। ১৯৩৬ সালে ৩৬তম টেস্টে ২০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছিলেন তিনি। এখন পর্যন্ত সেটিই দ্রুততম ২০০ উইকেট নেয়ার নজির।
এবার ৮২ বছরের রেকর্ড ভাঙার দোরগোড়ায় ইয়াসির। আর মাত্র ৯ উইকেট শিকার করতে পারলেই কাঙ্ক্ষিত মাইলফলক ছুঁয়ে ফেলবেন তিনি। এজন্য হাতে পাচ্ছেন আরও তিন টেস্ট।
নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংসেও আছে ৭ উইকেট বাকি। সব মিলিয়ে ৩২ বছর বয়সী লেগ স্পিনারের সামনে সুবর্ণ সুযোগ। তদুপরি যেভাবে উইকেট নিচ্ছেন, তাতে গ্রিমেটের রেকর্ড ভাঙা এখন তার সময়ের ব্যাপার।
পুরো ক্যারিয়ারে ৩৭ টেস্টে ২১৬ উইকেট নিয়েছিলেন গ্রিমেট। সব মিলিয়ে অজি কিংবদন্তিকে এ পাকিস্তানি কত দ্রুত ছাড়িয়ে যান তাও দেখার।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.