বিশেষ অঙ্গের বিমা করাতে চান সানি লিওন
ওয়ান নিউজ বিনোদন ডেক্সঃ সানি লিওনের শরীরের কোন অংশটি সবচেয়ে সুন্দর, সবচেয়ে সুগঠিত তা নিয়ে তর্ক চলে তার ভক্তদের মধ্যে। কিন্তু সানি নিজে জানিয়ে দিয়েছেন, তার শরীরের কোন অংশটি তার নিজের মতে সবচেয়ে সুন্দর। আর সুযোগ পেলে সেই অঙ্গটির বিমা করাতে চান তিনি।এক সময়ে ছিলেন পর্ন স্টার। কিন্তু এখন বলিউডের মূল ধারার ছবিতেও তিনি বড় নাম।
বলিউড ছবির বদৌলতে নিজের নতুন পরিচিতি গড়ে তুলতে সক্ষম হয়েছেন সানি লিওন। এখন সানির জনপ্রিয়তা এতটাই বেশি যে, হিন্দি ছবির নামী-দামি নায়করাও তার সঙ্গে কাজ করতে উৎসুক।
একটি সাম্প্রতিক সাক্ষাৎকারে সানির সামনে প্রশ্ন রাখা হয়েছিল, যদি তাকে বলা হয়, নিজের শরীরের কোনো একটি অঙ্গ তিনি ইনশিওর করাতে পারবেন, তা হলে কোন অঙ্গটি তিনি বিমা করাবেন? অনেক ভাবনা-চিন্তার পরে সানি জবাব দেন, নিজের মুখ। সানির শরীরের কোন অংশটি সবচেয়ে সুন্দর, তা নিয়ে তার ভক্তদের মধ্যে যতই তর্ক থাকুক না কেন, সানি নিজে কিন্তু মনে করেন, তার মুখটাই সবচেয়ে সুন্দর। সুযোগ পেলে নিজের মুখটাই তাই বিমা করাতে চান তিনি। এবেলা অবলম্বনে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.