বিমান দুর্ঘটনায় নাইজেরিয়ার সেনা প্রধান নিহত

আন্তর্জাতিক ডেস্ক
নাইজেরিয়ায় বিমান দুর্ঘটনায় দেশটির সেনাবাহিনী প্রধান লে. জেনারেল ইব্রাহিম আত্তাহিরু (৫৪) নিহত হয়েছেন। শুক্রবার (২১ মে) উত্তর-পশ্চিম রাজ্যের কাদুনায় এই বিমান দুর্ঘটনা ঘটে। খবর বিবিসি।

নাইজেরিয়ার কর্মকর্তারা জানান, খারাপ আবহাওয়ায় বিমানটি অবতরণের চেষ্টা করলে এই দুর্ঘটনা ঘটে। এ সময় বিমানের ক্রুসহ ১০ জন কর্মকর্তা মারা গেছেন। দেশটির প্রেসিডেন্ট মুহাম্মদ বুহারি এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।

আত্তাহিরু গত জনুয়ারি মাসে দেশটির সেনাবাহিনীর এই শীর্ষ পদটির দায়িত্বভার গ্রহণ করেন। দশকেরও বেশি সময় ধরে বিদ্রোহী গোষ্ঠীদের সঙ্গে লড়াই করা সেনাবাহিনীর দক্ষতা বৃদ্ধির জন্য এই সিদ্ধান্ত নেয় নাইজেরিয়ার সরকার।

নাইজেরিয়ান বিমানবাহিনী জানিয়েছে, বিমানটি কদুনা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করায় এই দুর্ঘটনা ঘটেছিল।

প্রেসিডেন্ট মুহাম্মদ বুহারি এক টুইট বার্তায় লিখেছেন, এটি আমাদের জন্য মারাত্মক আঘাত। এমন সময় এই দুর্ঘটনা ঘটল যখন আমাদের সেনাবাহিনী দেশটির সকল চ্যালেঞ্জগুলো শেষ করার দাঁড় প্রান্তে।

এর আগে দেশটির রাজধানী আবুজার বিমানবন্দরের রানওয়েতে একটি নাইজেরিয়ান সামরিক বিমান দুর্ঘটনা ঘটেছিল। ওই দুর্ঘটনায় সাতজন যাত্রী নিহত হয়েছিল। এ ঘটনার ঠিক তিন মাসের মাথায় শুক্রবার এই দুর্ঘটনা ঘটল।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.