বিপিও খাতের উন্নয়নে কাজ করবে এসিসিএ

ওয়ান নিউজ ডেক্সঃ স্বল্প, মধ্যম ও দীর্ঘ মেয়াদে দেশের বিপিও খাতের উন্নয়নে কাজ কাজ করার ঘোষণা দিয়েছে অ্যাসোসিয়েশন অব চার্টার্ড সার্টিফায়েড অ্যাকাউন্ট্যান্ট (এসিসিএ)। সোমবার রাজধানীর একটি হোটেলে এসিসিএ বাংলাদেশ আয়োজিত ‘বিপিও খাতের উন্নয়নে পেশাজীবী সংগঠনের ভূমিকা’ শীর্ষক গোলটেবিল আলোচনায় এ ঘোষণা দেয়া হয়।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, বাংলাদেশ সরকার তৈরি পোশাক খাতের পরবর্তী অগ্রাধিকার হিসেবে তথ্যপ্রযুক্তি (আইটি) ও বিপিও খাতকে ঘোষণা করেছে। বর্তমানে ফাইন্যান্স ও অ্যাকাউন্টিং আউটসোর্সিং বিপিও খাতের একটি অবিচ্ছেদ্য অংশ।

তিনি আরো বলেন, পেশাজীবী সংগঠনগুলোর সমন্বেেয় দেশের বিপিও খাতকে আরো সম্প্রসারণ ও গতিশীল করা সম্ভব।

প্রতিমন্ত্রী বলেন,  বিভিন্ন খাতে বিশেষ করে সরকারের তত্ত্বাবধানে পরিচালনাধীন ফাইন্যান্স সার্ভিসকে নৈতিক, দক্ষ ও কার্যকর করা অত্যাবশ্যক।

এসিসিএ রিজিওনাল ডিরেক্টর ফর মিডেল ইস্ট নর্থ আফ্রিকা সাউথ এশিয়া (MENASA) জনাব স্টুয়ার্ট ডানলোপ বলেন, বিপিও খাতে বাংলাদেশের অনেক সম্ভাবনা রয়েছে এবং তাদের সেই সামর্থও রয়েছে। মানব দক্ষতা ও ব্যবসার পরিবেশ খুবই গুরুত্বপূর্ণ বিষয়।

এসিসিএ বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার মহুয়া রশিদ বলেন, বিশ্বব্যাপি বিপিও এবং শেয়ার্ড সার্ভিস ক্ষেত্রে কাজ করার দীর্ঘ ও সমৃদ্ধ অভিজ্ঞতা রয়েছে এসিসিএ’র। বিপিও’র জন্য বিশেষায়িত যোগ্যতাও এসিসিএ ইতোমধ্যে অর্জন করেছে।

অ্যাকাউন্টিং বিপিও খাতে বাংলাদেশের সম্ভাবনা : গ্লোবাল ও আঞ্চলিক প্রেক্ষাপট, বিপিও খাতের উন্নয়নে এসিসিএ সদস্য ও প্রফেশনাল নেটওয়ার্কের ভূমিকা, ফাইন্যান্স অ্যাকাউন্টিং আউটসোর্সিংয়ে শিল্প দক্ষতার (ইন্ডাস্ট্রি এক্সপেরিয়েন্স) ভূমিকা শীর্ষক বিষয়ে আলোচনার মূল প্রবন্ধ উপস্থাপন করেন জনাব সৈয়দ আসিফ আজিজ, এসিসিএ।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কল সেন্টার এন্ড আউটসোর্সিং (বাক্য) এর সভাপতি জনাব আহমাদুল হক বলেন, সবচেয়ে বড় বিষয় হচ্ছে জনবল। বাজার দখল করতে হলে আমাদেরকে বিপিও খাতের জন্য আরো দক্ষ ও যোগ্য জনবল তৈরি করতে হবে।

বাক্য’র ভাইস প্রেসিডেন্ট জনাব ওয়াহিদুর রহমান শরীফ বলেন, বিপিও’র আন্তর্জাতিক বাজার তৈরি আছে। আমাদের দেশীয় বাজারও প্রসারিত হচ্ছে। আমাদের এখন প্রস্তুতি নিয়ে শুরু করতে হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব জুনাইদ আহমেদ পলক। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কল সেন্টার এন্ড আউটসোর্সিং (বাক্য) এর সাধারন সম্পাদক জনাব তৌহিদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এসিসিএ বাংলাদেশের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার – স্ট্র্যাটেজিক রিলেশনস জনাব সৈয়দ আসিফ আজিজ। অনুষ্ঠানে এসিসিএ রিজিওনাল ডিরেক্টর ফর মিডেল ইস্ট নর্থ আফ্রিকা সাউথ এশিয়া জনাব স্টুয়ার্ট ডানলোপ, এসিসিএ বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার মহুয়া রশিদ, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের এলআইসিটি প্রকল্পের জনাব সামি আহমেদ, বিশ্ব ব্যাংকের সুরাইয়া জান্নাত, বাক্য’র প্রেসিডেন্ট জনাব আহমাদুল হক, বাক্য’র ভাইস প্রেসিডেন্ট জনাব ওয়াহিদুর রহমান শরীফ, বেসিস ডিরেক্টর জনাব উত্তম কুমাল পাল উপস্থিত ছিলেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.