বিনা অপরাধে আটক ব্যক্তিরা ক্ষতিপূরণ চাইতে পারেন: প্রধানমন্ত্রী
ওয়ান নিউজঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যাঁরা বিনা অপরাধে আটক রয়েছেন, তাঁরা সংশ্লিষ্ট আটককারী কর্তৃপক্ষের কাছে ক্ষতিপূরণ চাইতে পারেন। কেউ চাইলে রাষ্ট্রের কাছেও ক্ষতিপূরণ চাইতে পারেন। সেই বিধানও রয়েছে।
সংসদে জাতীয় পার্টির নুরুল ইসলাম ওমরের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বুধবার এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, অপরাধীরা যাতে বিনা বিচারে দীর্ঘদিন আটক না থাকে, সে লক্ষ্যে বর্তমান সরকার দ্রুত বিচার সম্পন্ন করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। দীর্ঘদিন আটক অপরাধীদের সংখ্যা জানার জন্য তাদের পরিসংখ্যান নিয়ে তাদের বিষয়ে ব্যবস্থা গ্রহণের উদ্যোগও নিচ্ছে।
তিনি আরও বলেন, জেলে থাকার সময় বিনা অপরাধে অনেক মানুষের জেলে আটক থাকার বিষয়টি জানতে পারি। কিছু এনজিও এবং সরকারি জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার মাধ্যমে এসব আটক ব্যক্তিকে কারাগার থেকে মুক্ত করার জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ প্রক্রিয়া এখনো চলমান রয়েছে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.