সংবাদ বিজ্ঞপ্তি
গণতান্ত্রিক দেশে মুক্ত গণমাধ্যমই সরকার ব্যবস্থাকে আরো বেশী শক্তিশালী করে। কিন্তু স্বাধীন দেশে মুক্ত সাংবাদিকতা করার কোন সুযোগ নেই। সাংবাদিকদের কলম আজ শেকলবন্দি। সরকারের অন্যায় আচরণের গঠনমূলক সমালোচনা করলেও রেহাই নেই। যতক্ষণ পর্যন্ত সকল শ্রেনী পেশা থেকে বিভাজন রেখে মুছে দেয়া যাবে না ততক্ষণ পর্যন্ত বাংলার আপামর মানুষ বিজয়ের আনন্দ ও স্বাধীনতার স্বাদ পাবে না। মহান বিজয় দিবস উপলক্ষে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার (জেইউসি) এর আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। ।
রবিবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউনিয়নের সহসভাপতি মমতাজউদ্দিন বাহারী।
সভায় বক্তারা আরো বলেন, বিজয়ের ৪৭ বসন্ত পার হলো। এখনো মানুষের মৌলিক অধিকার নিশ্চিত হয়নি। স্বাধীন মত প্রকাশের অধিকারটুকুনও কারো নেই। এ সময় বক্তারা বাকস্বাধীনতা ফিরিয়ে আনতে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হতে হবে বলে জানান।
সাধারণ সম্পাদক হাসানুর রশীদের পরিচালনায় সভায় বক্তৃতা করেন মুক্তিযোদ্ধা ফজলুর রহমান মাসুম চৌধুরী, আনছার হোসেন, ইব্রাহিম খলিল মামুন, ইমাম খাইর, আজিজ রাসেল, ছৈয়দ আলম, ইসলাম মাহমুদ ও স ম ইকবাল বাহার চৌধুরী প্রমুখ।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.