বিচারকদের শৃঙ্খলা বিধিমালার গেজেট চূড়ান্ত বৃহস্পতিবার
ওয়ান নিউজঃ অধস্তন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা সংক্রান্ত বিধিমালা গেজেট আকারে প্রকাশের জন্য আগামী বৃহস্পতিবারের মধ্যে চূড়ান্ত হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। রোববার সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার সঙ্গে প্রায় এক ঘণ্টা রুদ্ধদ্বার বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। দেশের উচ্চ আদালতের বিচারক সংকটের বিষয়ে প্রশ্ন করা হলে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘বিষয়টি বিবেচনায় রয়েছে’।
তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চেয়ারম্যান নিয়োগের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
এদিকে রোববার সকালে অধস্তন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা সংক্রান্ত বিধিমালা গেজেট আকারে প্রকাশ করতে সরকারকে দেওয়া ২ সপ্তাহ সময় শেষ হওয়ার পরও ‘আজ নয় কাল’ বলে উঠে যান প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। তার সঙ্গে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চের অবশিষ্ট পাঁচ বিচারপতিও (সর্বমোট ৬ সদস্যের আপিল বেঞ্চ) নিজ কামরায় ফিরে যান।
এর ফলে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা কোনরকম শুনানি করার সুযোগ পাননি। তবে বহুল আলোচিত এই মাসদার হোসেন মামলাটি আগামীকাল সোমবার শুনানি হবে বলে সাংবাদিকদের জানিয়েছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা।
এর আগে, নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালা প্রণয়ন না করায় আইন মন্ত্রণালয়ের দুই সচিবকে গত ১২ ডিসেম্বর তলবও করেছিলেন আপিল বিভাগ।
গত বছরের ৭ নভেম্বর বিচারকদের চাকরির শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালা ২৪ নভেম্বরের মধ্যে গেজেট আকারে প্রণয়ন করতে সরকারকে নির্দেশ দিয়েছিলেন আপিল বিভাগ।
উল্লেখ্য, ১৯৯৯ সালের ২ ডিসেম্বর মাসদার হোসেন মামলায় ১২ দফা নির্দেশনা দিয়ে রায় দেওয়া হয়। ওই রায়ের আলোকে নিন্ম আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালা প্রণয়নের নির্দেশনা ছিল।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.