বিএনপি সব বিষয়েই অন্ধকারে ঢিল ছোড়েঃ সেতুমন্ত্রী
ওয়ান নিউজঃ বিএনপি সব বিষয়েই অন্ধকারে ঢিল ছোড়ে। কিন্ত সত্য খুঁজে পায় না। মূলত তারা এখন নালিশ নির্ভর দলে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মঙ্গলবার সকালে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের হেমায়েতপুর এলাকায় বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) ভ্রাম্যমাণ আদালত পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, বিএনপি জাম্বুজেট মার্কা কমিটি করেছে। আর সেই কমিটির নেতারা এখন ঘরে বসে হিন্দি সিরিয়াল দেখে। কর্মীরা মাঠে থেকে কি করবে।
এসময় মন্ত্রী হেমায়েতপুর সড়ক প্রশস্তকরণসহ একটি ফুট ওভারব্রিজ নির্মাণের ঘোষণা দেন।
মন্ত্রীর সাথে সংসদ সদস্য ডা. এনামুর রহমান, সাভার উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফখরুল আলম সমর, ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্লা, সাভার উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাছির আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে বিআরটিএর ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনিবুর রহমান ফিটনেসবিহীন যানবাহন চালনোর দায়ে ৭জন চালককে ১৫ দিন করে কারাদণ্ডসহ জরিমানা করেন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.