বিএনপি নির্বাচনকালীন সরকার নিয়ে শোরগোল করছে

ওয়ান নিউজঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের অভিযোগ করেছেন, বিএনপি নির্বাচন কমিশনকে (ইসি) বিতর্কিত করতে ব্যর্থ হয়ে এখন নির্বাচনকালীন সরকার নিয়ে শোরগোল করছে।

শুক্রবার বিকেলে রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনালে সড়ক নিরাপত্তা বিষয়ে শ্রমিক সমাবেশ ও এনা ট্রান্সপোর্ট (প্রা.) লিমিটেডের ঢাকা-ফেনী রুটে বাস সার্ভিসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী চালকদের সতর্ক হওয়ার আহ্বান জানিয়ে আরও বলেন, সব চালককে মাথা ঠান্ডা করে চারদিকে খেয়াল রেখে গাড়ি চালাতে হবে। তাহলে দুর্ঘটনা এড়ানো সম্ভব। যানজটের সমস্যা, রাস্তার সমস্যা অাশা করছি কিছুদিনের মধ্যেই ঠিক হয়ে যাবে।

ওবায়দুল কাদের বলেন, ‘আমি পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই, নির্বাচনকালীন সরকার বিশ্বের অন্যান্য গণতান্ত্রিক দেশের মতোই হবে। নির্বাচনকালীন সরকার সাংবিধানিকভাবেই কাজ করবে এবং সেভাবেই চলবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান, ঢাকা ৫ অাসনের সংসদ সদস্য অালহাজ্ব হাবিবুর রহমান, ফেনী ২ অাসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, ঢাকা মহানগর দক্ষিণ অাওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে অালম মুরাদ।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.