বিএনপি ছাড়া নির্বাচন অংশগ্রহণমূলক হবে না: সিইসি
ওয়ান নিউজঃ প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা বলেছেন, বিএনপিকে ছাড়া আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক হবে না। সব দলের অংশগ্রহণে নির্বাচনের মধ্য দিয়ে নিজেদের শপথ রক্ষা করবেন বলেও মন্তব্য করেছেন তিনি। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ গণতন্ত্রের স্বার্থে আবারো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেছে আওয়ামী লীগ।
জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ এর নেতৃত্বে আওয়ামী লীগের প্রতিনিধি দল রাষ্ট্রপতি নির্বাচনের জন্য রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন। পরে চিফ হুইপ বলেন, মোহাম্মদ আব্দুল হামিদ বির্তকের ঊর্ধ্বে এবং জনপ্রিয়তার মানদণ্ডে শতভাগ উত্তীর্ণ।
শুক্রবার বেলা ১২টার দিকে নির্বাচন ভবনে রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র বিতরণ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
সিইসি বলেন, আমরা আশা করি সব দল নির্বাচনে অংশগ্রহণ করবে। রাজনৈতিক অঙ্গনে বিএনপির অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিএনপি ছাড়া নির্বাচন অংশগ্রহণমূলক হবে না। এটা আমরা আগেও বলেছি, এখনো বলছি।
৭ই ফেব্রুয়ারি মনোনয়নপত্র যাচাই বাছাই হবে। সেদিন যদি অন্য কোনো প্রার্থী না থাকলে একক প্রার্থী হিসেবে বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদকেই আবারো রাষ্ট্রপতি হিসেবে বিজয়ী ঘোষণা করবেন নির্বাচনী কর্তা।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.