বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা

ওয়ান নিউজ ডেক্সঃ দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবিতে ফের নতুন কর্মসূচি দিয়েছে বিএনপি। বৃহস্পতিবার ঢাকাসহ সারাদেশে লিফলেট বিতরণ করবে বিএনপি।

মঙ্গলবার বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম রুহুল কবির রিজভী সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।

রিজভী বলেন, সরকার গ্যাসের মূল্যবৃদ্ধির উদ্যোগ নিয়েছে। কিন্তু গ্যাসের মূল্য বৃদ্ধি সবক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়বে। সরকার প্রধান ভয়ঙ্কর খেলায় মেতেছেন। সরকার যেন আদিম উল্লাসে মেতেছেন। এই সরকারই ষড়যন্ত্রকারী। তারা রাষ্ট্রক্ষমতা দখল করে আছে।

তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতা ধরে রাখতে ষড়যন্ত্র করে। যেন উদ্ভট উটের পিঠে চলছে স্বদেশ। পতনের হাতছানি শুনতে পাচ্ছেন না।

তিনি বলেন, গ্যাস বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত থেকে সরে আসতে আহ্বান জানাচ্ছি।

এছাড়া যশোরের ঝিকরগাছা উপজেলা চেয়ারম্যান সাবিরাকে যশোর বিমানবন্দর থেকে আটক করা হয়েছে। বিএনপির পক্ষ থেকে তীব্র নিন্দা ও মুক্তি দাবি করছি।

সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় নেতা আতাউর রহমান ঢালী, তাইফুল ইসলাম টিপু, বেলাল আহমেদ, ইশতিয়াক আজিজ উলফাত, আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.