বাড়ীতে ঝগড়া করে নিখোঁজ, ৩দিন পর দুই বোন উদ্ধার

এইচ এম আলমগীর কবির, সিরাজগঞ্জ:

সিরাজগঞ্জে নিখোঁজের তিনদিন পর বাড়ি থেকে পালিয়ে যাওয়া ফুপাত মামাতো দুই বোনকে উদ্ধার করেছে সিরাজগঞ্জের পিবিআইয়ের পুলিশ।

রবিবার (১৪ মার্চ) সকালে সিরাজগঞ্জের পিবিআইয়ের পুলিশ সুপার মো. রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করে জানান, বিভিন্ন বিষয় নিয়ে বাড়ীর লোকজন ঝগড়া, মানুষিক ও শারীরিক নির্যাতনের কারণে বাড়ি থেকে পালিয়েছিল ফুপাত মামাতো দুই বোন। একজনের নাম ময়না (১২) ও বন্যা (১৩)। উদ্ধারের পর তারা শনিবার (১৩) মার্চ বিকালে পিবিআইয়ের কাছে এমন তথ্য দিয়েছে।

তিনি আরো বলেন, গত ৯মার্চ বিকালে সিরাজগঞ্জের এনায়েতপুর থানার আজুগড়া গ্রামের রফিকুল ইসলামের মেয়ে ময়না ও তার ফুফাতো বোন একই গ্রামের আজাহার বেপারীর মেয়ে বন্যা খাতুন হারিয়ে যায়। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। ওই ডায়েরির ভিত্তিতে পিবিআই সিরাজগঞ্জ ইউনিট অনুসন্ধানে নামে।

পরে গত ১১ মার্চ রাতে টাঙ্গাইলের ঘাঁটাইল থেকে ময়মনসিংহগামী একটি বাস থেকে দুইবোনকে উদ্ধার করা হয়। তারা দুই জন ক্লাস ফোরে পড়ত। পরে দুজনকে তাদের পরিবারের নিকট পাঠানো হয়েছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.