বারবাকিয়া ইউপি নির্বাচনে সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা!

রেজাউল করিমঃ

ক্সবাজারের পেকুয়ার বারবাকিয়া ইউপিতে স্থগিত থাকা একটি কেন্দ্রে আগামী ৩০ ডিসেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। গত ২৮ নভেম্বর তৃতীয় ধাপে অনুষ্ঠিত হওয়া পেকুয়ার ৬টি ইউপি নির্বাচনের মধ্যে বেলট ছিনতাই ও জাল ভোট দেওয়ার অভিযোগে বারবাকিয়া ইউপির ৬নং কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছিল।

তথ্য সূত্রে জানা গেছে, বারবাকিয়া ইউপির স্থগিত ৬ নং কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১৩৩৫ জন। স্থগিত ওই কেন্দ্র ছাড়া বাকি ৮টি কেন্দ্রে এখন পর্যন্ত নৌকার প্রার্থী জিএম আবুল কাশেম ৩০৪ ভোটের ব্যবধানে এগিয়ে আছে। তিনি জানান, চশমা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোটা অংকের টাকার বিনিময়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। তিনি ভিন্ন এলাকা থেকে জামায়াত-শিবিরের নেতাকর্মী এনে প্রভাব বিস্তার করার চেষ্টা করছে।

নির্বাচনকে গিরে সমস্ত নির্বাচনী এলাকা জুড়ে বইছে নির্বাচনী হওয়া। প্রার্থীরা মেতে উঠেছে ব্যাপক প্রচার প্রচারণায়। তবে আদৌও নির্বাচন সুষ্ঠু হবে কিনা সেটা নিয়ে শঙ্কায় আছেন সাধারণ ভোটার ও প্রার্থীরা।

চশমা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান বদিউল আলম বলেন, আমি অত্র ইউনিয়নের জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত দুই বারের চেয়ারম্যান। আমার জনপ্রিয়তা দেখে সরকার দলীয় নৌকার প্রার্থী আমাকে নানাভাবে প্রতিহত করার চেষ্টা করছে । আমার প্রচারণা চালানো লোকদের নানা হুমকি দিয়ে যাচ্ছে। নির্বাচন থেকে সরে না গেলে তুলে নিয়ে যাওয়ার মত হুমকি ও দিয়ে যাচ্ছে মুখোশধারী কিছু সন্ত্রাসীরা। আমি এ বিষয়ে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি।

রিটার্নিং কর্মকর্তা ছালামত উল্লাহ বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য আমাদের সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। নির্বাচনে কোন ধরনের কারচুপি করার সুযোগ থাকবেনা। কেউ শৃঙ্খলা তৈরি করলে সেটা আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে।

সুষ্ঠু ভোট হবে কিনা জানতে চাইলে এ বিষয়ে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, নির্বাচন শতভাগ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে। নির্বাচনে কেউ অহেতুক বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চাইলে সে যে দলেরই হউক না কেন কাউকে ছাড় দেওয়া হবে না।

 

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.