বান্দরবান আমতলী পাড়া জামে মসজিদ উদ্বোধন করলেন বীর বাহাদুর

বান্দরবান সংবাদদাতা:
বান্দরবান পৌর এলাকার আমতলী পাড়া জামে মসজিদের উদ্বোধন করা হয়েছে। শুত্রুবার দুপুরে পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ড এর ৩৫ লাখ টাকা ব্যয়ে লাল ব্রীজ আমতলী পাড়া জামে মসজিদ উদ্বোধন করলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক মাহাবুবুল আলম,অতিরিক্ত পুলিশ সুপার মোবাশ্বের হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রকল্প পরিচালক (পিডি) আবদুল আজিজ, নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাত, পৌর আওয়ামী লীগ সভাপতি অমল কান্তি দাশ, পার্বত্যমন্ত্রীর একান্ত সচিব সাদেক হোসেন চৌধুরী,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী তুষিত চাকমা,পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক শামসুল ইসলাম উপস্থিত ছিলেন।

এদিকে শনিবার সকালে পাবত্য জেলা পরিষদের অথ্যায়নে মেঘলা তালুকদার পাড়া বৌদ্ধ বিহার ও মেঘলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের হোস্টেল উদ্ধোধন করবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.