বান্দরবানের থানচি নতুন থানা ভবন উদ্বোধন

ওয়ান নিউজঃ পার্বত্য চট্টগ্রামের সন্ত্রাসী তৎপরতা দমনে অভিযান বাড়ানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। সেইসাথে সীমান্ত সুরক্ষায় সীমান্ত সড়ক ও নিরাপত্তা চৌকি বৃদ্ধির কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

বৃহষ্প‌তিবার (১৫অ‌ক্টোবর) গনপূর্ত বিভা‌গ (পিড‌ব্লিউডি) ও স্থাপত্য অ‌ধিদপ্তর এর বাস্তবায়‌নে এবং বাংলা‌দেশ পু‌লি‌শের সার্বিক সহ‌যো‌গিতায় ৯‌কো‌টি ৪৭লক্ষ টাকা ব্যয়ে নি‌র্মিত বান্দরবা‌নের থান‌চি থানার ৪তলা ভব‌নের ফলক উ‌ম্মোচন করেন।

এসময় বাংলা‌দেশ পু‌লি‌শের ইন্স‌পেক্টর জেনা‌রেল ড. বেনজীর আহ‌মেদ, বি‌পিএম (বার), স্বরাষ্ট্র মন্ত্রণাল‌য়ের জন‌নিরপত্তা বিভা‌গের সি‌নিয়র স‌চিব মোস্তফা কামাল উ‌দ্দিন, চট্টগ্রাম রে‌ঞ্জের ডিআইজি আ‌নোয়ার হো‌সেন, বি‌পিএম, পি‌পিএম (বার), বান্দরবান জেলা প্রশাসক মোঃ দাউদুল ইসলাম, পু‌লিশ সুপার জে‌রিন আখতারসহ বি‌ভিন্ন অ‌ফি‌সের কর্মকর্তা, পু‌লিশ, স্থানীয় ‌নেতৃবৃন্দ ও সাংবা‌দিকরা।

এছাড়া বিকা‌লে নির্মানাধীণ সীমান্ত সড়কের বাগলাই নামক ৪কি‌লো‌মিটার স্থান প‌রিদর্শন করেন তি‌নি। আগামীকাল শুক্রবার থান‌চির দূর্গম রেমাক্রী এলাকা প‌রিদর্শন ক‌রে বান্দরবান ত্যাগ কর‌বেন তি‌নি।

ব‌লেছেন, প্রধানমন্ত্রীর নি‌র্দে‌শে সীমান্ত রক্ষা এবং সীমা‌ন্তে নিরাপত্তা আ‌রো জোরদার করার জন্য থান‌চি থে‌কে লিক‌রি ও রুমা হয়ে রাঙ্গামাটি এবং খাগড়াছড়ি সীমান্ত সড়‌কটি করা হ‌চ্ছে। আমরা আশা কর‌ছি এ সড়ক‌টির কাজ শেষ হ‌লে সীমান্ত নিরাপত্তা আরো বেশি জোরদার হবে।

এসময় তি‌নি আ‌রো ব‌লেন, বান্দরবান খুবই সুন্দর জায়গা। শুধু বান্দরবানই নয়, খাগড়াছ‌ড়ি, রাঙ্গামা‌টিও অ‌নেক সুন্দর জায়গা। পার্বত্য এলাকার মানু‌ষের নিরাপত্তার জন্য যা যা কিছু করার দরকার সবই সরকার কর‌ছে ব‌লেও জানান মন্ত্রী।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.