ইয়ানূর রহমান : যশোরের শার্শার বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা রবিবার ভোর রাতে ও দুপুরে পৃথক ভাবে ১১৮ বোতল ফেনসিডিল উদ্ধার সহ দুই জনকে আটক করেছে।
বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস জানান, রবিবার রাত ৩ টায় গোপন খবরের ভিত্তিতে গাজীর কায়বা গ্রামের শাহবাজের বাড়ীর সামনে পুলিশ অবস্থান নেয়। এ সময় নৌকা থেকে ফেনসিডিল ভর্তি ব্যাগ নিয়ে নামার সাথে সাথে এ এস আই মাসুদ পুলিশ সদস্যদের নিয়ে আরিফ আহমেদ (২২) ও নাজমুল হুদা (২১) নামে দু’জনকে গ্রেফতার করে। পরে তাদের ব্যাগ তল্লাশী করে তার ভেতর থেকে ৭০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
এদিন দুপুরে একই এলাকা দিয়ে নৌকায় করে ফেনসিডিল আনার সময় পুলিশ দেখে ৪৮ বোতল ফেনসিডিল ফেলে পাচার কারীরা পালিয়ে যায়।
ভোর রাতে আটক আরিফ আহমেদ শার্শা উপজেলার ভবানীপুর গ্রামের মৃত আবুল হাশেম ও নাজমুল হুদা একই গ্রামের নজরুল ইসলামের ছেলে।
তিনি আরো জানান, আসামীদের কিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে জেলা কারাগারে পাঠানো হয়েছে। অন্যদের আটকের প্রক্রিয়া চলছে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.