আবুল কালাম, চট্টগ্রামঃ
বাংলাদেশ মুক্তিযোদ্ধা পরিবারবর্গ চট্টগ্রাম মহানগর সভাপতি ও সম্পাদক মন্ডলীর পরিচিতি সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩০ মে) সন্ধ্যার দিকে ঘরোয়া আমেজে সংগঠনের চট্টগ্রাম মহানগর কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ খোরশেদ আলম বাবুলের বাসভবনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের মহানগর কমিটির সভাপতি এস এম নওশাদ সেলিম।
এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ মুক্তিযোদ্ধা পরিবারবর্গ চেয়ারম্যান প্রয়াত জননেতা জহুর আহমেদ চৌধুরীর সুযোগ্য উত্তরসূরী মোহাম্মদ জসিম উদ্দীন চৌধুরী, ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় আইন বিষয়ক উপ-কমিটির সদস্য ব্যরিষ্টার সওগাতুল আনোয়ার খান, অর্থ সম্পাদক শওকত মাসুম, দপ্তর সম্পাদক মন্জু মিয়া, নগর সহ-সভাপতি, চৈতি বসু মল্লিক, নূর হোসেন দুলাল, যুগ্ম সাধারণ সম্পাদক, পরেশ চন্দ্র দেবনাথ, দিদারুল আলম প্রধান, নাহিদ চৌধুরী মাহমুদ, মোহাম্মদ ফয়সাল, কার্যকরী সদস্য পিকলু মল্লিক।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.