বাংলাদেশ পরিস্থিতি নিয়ে ভারতে সর্বদলীয় বৈঠক

ওয়ান  নিউজ ডেক্সঃ ছাত্র বিক্ষোভ ও গণঅভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে গেছেন শেখ হাসিনা। তাকে আশ্রয় ও বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে ইতোমধ্যে ভারতে সর্বদলীয় বৈঠক করেছে দেশটির বিজেপি নেতৃত্বাধীন ক্ষমতাসীন সরকার। এবার দিল্লিতে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে বৈঠক করেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, সোমবার (১২ আগস্ট) অনুষ্ঠিত ওই বৈঠকে বাংলাদেশের পরিস্থিতি ও ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে এর প্রভাব নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকে মেঘালয়ের মুখ্যমন্ত্রী সাংমা কনরাড ও উপ-মুখ্যমন্ত্রী প্রেস্টোন টাইনসং উপস্থিত ছিলেন।

বৈঠকের বিষয়ে মেঘালয়ের মুখ্যমন্ত্রী বলেন, বৈঠকে বাংলাদেশের চলমান পরিস্থিতি এবং উত্তরপূর্ব ভারতে এর প্রভাবের বিষয়ে পর্যালোচনা করেছেন অমিত শাহ। বৈঠকে আমাদের জনগণের উদ্বেগ ও আশঙ্কার বিষয়টি উপস্থাপন করা হয়েছিল। ভারত সরকার আমাদের সীমান্ত সুরক্ষিত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ এবং শান্তি ও সম্প্রীতি বজায় রাখার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছে।

গণমাধ্যমটি বলছে, বাংলাদেশে এ পরিস্থিতির মধ্যে মেঘালয় সরকার বাংলাদেশের সঙ্গে থাকা ৪৪৩ কিলোমিটার সীমানায় সাময়িকভাবে কার্যক্রম বন্ধ করে দিয়েছে। পাশাপাশি কয়েকদিন ধরে সীমান্ত এলাকায় নাইট কারফিউও জারি করা হয়েছে। ফলে ডাউকিতে সমন্বিত সীমান্ত চেকপোস্ট দিয়ে আন্তঃসীমান্ত বাণিজ্যও স্থবির হয়ে পড়েছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.