বাংলাদেশ-নিউজিল্যান্ড টি-২০ ম্যাচের সূচি
ওয়ান নিউজ ক্রীড়া ডেক্সঃ নিউজিল্যান্ডকে ঘরের মাঠে বেশ কয়েকবার হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। তবে এবার তাদের ঘরের মাঠে ধবলধোলাই হলো টাইগাররা।
ইতিমধ্যে প্রথম টি-টোয়েন্টি ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নতুন বছরের ৩ জানুয়ারি প্রথম টি-টোয়েন্টি ম্যাচে কিউইদের মুখোমুখি হবে টাইগাররা। এরপর ৬ ও ৮ জানুয়ারি বাকি দুটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
প্রথম টি-টোয়েন্টির বাংলাদেশ দল : তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), রুবেল হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শুভাগত হোম, শুভাশীষ রায়, তাইজুল ইসলাম, নুরুল হাসান সোহান।
চলুন দেখে নেয়া যাক নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজের সময়সূচি-
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.