বাংলাদেশে এসে রোহিঙ্গাদের কথা শুনবেন পোপ

ওয়ান নিউজ ডেক্সঃ বাংলাদেশ সফরে বিশ্বের ক্যাথলিক সম্প্রদায়ের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের সঙ্গে কথা বলবেন। সরকারের অনুমোদন ও সহযোগিতায় রোহিঙ্গাদের একটি ছোট দল যাতে পোপের সঙ্গে দেখা করতে পারেন সে চেষ্টা করা হচ্ছে। এ কথা জানিয়েছেন দেশের ক্যাথলিক সম্প্রদায়ের প্রধান কার্ডিনাল প্যাট্রিক ডি রোজারিও।
রাজধানীর কাকরাইলে আর্চ বিশপ হাউসে আজ সোমবার দুপুর ১২টার দিকে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান প্রধান কার্ডিনাল প্যাট্রিক ডি রোজারিও। পোপের বাংলাদেশ সফর উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে প্রধান কার্ডিনাল প্যাট্রিক ডি রোজারিও বলেন, প্রথমে এক দিনের সফরের পরিকল্পনা করা হয়েছিল। যে সময় সফরের পরিকল্পনা করা হয় তখন রোহিঙ্গা ইস্যুটি ছিল না। রোহিঙ্গা পরিদর্শনে যাওয়া পোপের সফর কর্মসূচিতে সংযুক্ত করা অসম্ভব হয়ে গেছে। তাই সেখানে পোপের যাওয়া হচ্ছে না। তিনি আরও বলেন, ‘এর বিপরীতে আমরা চেষ্টা করছি সরকারের অনুমোদন ও সহযোগিতায় রোহিঙ্গাদের একটি ছোট্ট দল এখানে নিয়ে আসার। কাজ প্রায় শেষের দিকে।’

সংবাদ সম্মেলনে প্রধান কার্ডিনাল প্যাট্রিক ডি রোজারিও গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। পোপের বক্তব্যে রোহিঙ্গা শব্দ ব্যবহার নিয়ে তিনি বলেন, ‘পোপ মহোদয়ের কাছে সব থেকে বড় হচ্ছে- যারা নির্যাতিত তাঁদের কথা বলা। রোহিঙ্গা শব্দ তিনি ব্যবহার করেছেন। তিনি বলেছেন রোহিঙ্গা আমার ভাই এবং বোন।’
সংবাদ সম্মেলনে বিশপ ডেভার্স রোজারিও বলেন, বাংলাদেশে ক্যাথলিকমণ্ডলী ক্ষুদ্র তবে তাঁদের উপস্থিতি ও সেবা দান স্পষ্ট। তাঁরা জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের সেবা দিচ্ছে। মিয়ানমারের প্রান্তিক, নির্যাতিত ও নিপীড়িত মানুষের জন্য পোপ আশার বাণী নিয়ে আসবেন।
সংবাদ সম্মেলনে আর্চ বিশপ মোজেস এম কস্তা, বিশপ সেবাস্টিয়ান টুডু, বিশপ শরৎ ফ্রান্সিস, বিশপ সুব্রত হাওলদার, বিশপ রমেন বৈরাগী প্রমুখ বক্তব্য দেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.