বাংলাদেশের মুখোমুখি হওয়ার আগেই বড়সড় দুঃসংবাদ পেল দ.আফ্রিকা
ওয়ান নিউজ ক্রীড়া ডেক্সঃ ইতোমধ্যে দক্ষিণ আফ্রিকা পৌঁছে গেছে বাংলাদেশ ক্রিকেট দল। এবার শুধু ব্যাট বলে যুদ্ধের অপেক্ষায়। কিন্তু তার আগেই বড়সড় ধাক্কা খেল প্রোটিয়া শিবির।
ইনজুরির কারণে আগেই টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন স্টেইন ও ফিলান্ড্যার। এবার ইনজুরির কারণে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে খেলা হচ্ছে না অলরাউন্ডার ক্রিস মরিসেরও। প্রোটিয়া দলের ম্যানেজার মোহাম্মদ মুসাজি বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রোটিয়াদের হয়ে ৪ টেস্ট খেলা ক্রিস মরিস টেস্ট সিরিজ মিস করলেও ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজে থাকবেন ৩০ বছর বয়সি এ ক্রিকেটার। আগামি ১৫ অক্টোবর থেকে সীমিত পরিসরের সিরিজ শুরু হবে।
উল্লেখ্য, আগামী ২৮ সেপ্টেম্বর পচেফ্স্ট্রুমে সিরিজের প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে। পরের টেস্টটি শুরু হবে ব্লুমফন্টেইনে, ৬ অক্টোবর
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.