বাংলাদেশের বিপক্ষে ভারতের টেস্ট দল ঘোষণা

ওয়ান নিউজ ক্রীড়া ডেক্সঃ বাংলাদেশের বিপক্ষে আগামী মাসে হায়দ্রাবাদে একমাত্র টেস্ট খেলার জন্য ভারতীয় দল ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার সন্ধায় ঘোষিত দলে ফিরে এসেছেন উইেকটরক্ষক-ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহা। বাদ পড়েছেন পার্থিব প্যাটেল। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের শেষটায় ঋদ্ধিমানের ইনজুরির কারণে ভারত দলে ফিরেছিলেন পার্থিব। কিন্তু এক নম্বর উইকেটকিপারকে জায়গাটা ছেড়ে দিতে হলো। প্রায় ছয় বছর পর ব্যাটসম্যান অভিনব মুকুন্দ টেস্ট দলে ফিরেছেন। দিল্লির এক পাঁচতারা হোটেলে এদিন ভারতীয় নির্বাচকরা বৈঠকে বসেন।

বিরাট কোহলির ১৫ সদস্যের দলে অভিনব এক চমক। প্রায় ৬ বছর আগে ইংল্যান্ড সফরে গিয়েছিলেন। তারপর আর টেস্ট খেলা হয়নি। বাংলাদেশের বিপক্ষে ৫-৬ তারিখের দুই দিনের প্রস্তুতি ম্যাচে ভারত ‘এ’ দলের অধিনায়ক করা হয় তাকে। এবার তো নির্বাচকরা সবাইকে চমকে দিয়ে মূল দলেই টেনেছেন অভিনবকে।

ট্রিপল সেঞ্চুরিয়ান নায়ার থাকবেন জানা ছিল। কিন্তু আজিঙ্কা রাহানেকেও রাখা হবে কি না তা নিয়ে প্রশ্ন ছিল। কিন্তু রাহানের মতো ব্যাটসম্যানকে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ সামনে রেখে দলের বাইরে রাখার ঝুঁকি নেননি ভারতীয় নির্বাচকরা।

অল-রাউন্ডার হার্দিক পান্ডিয়াকে রাখা হয়েছে দলে। কিন্তু পেসার মোহাম্মদ শামি জায়গা পাননি। বিশ্রামে থাকা স্পিন জুটি রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা ঠিকই আছেন। অল-রাউন্ডার জয়ন্ত যাদব স্পিনে তাদের সাথে হাত লাগাতে পারেন। কিন্তু লেগ স্পিনার অমিত মিশ্রকেও দলে রাখা হয়েছে। উমেশ যাদব, ভুবনেশ্বর কুমার, ইশান্ত ও পন্ডিয়াকে নিয়ে পেস অ্যাটাক।

মঙ্গলবার দিল্লিতে এই দল ঘোষণার আগে এক নাটক হয়ে গেল। পাঁচতারা হোটেলে নির্বাচকদের বৈঠকের আহবায়ক ছিলেন ভারতীয় বোর্ডের কমকর্তা অমিতাভ চৌধুরি। কিন্তু তিনি বৈঠকে গিয়ে শুনলেন সদ্য বোর্ডের দায়িত্ব নেওয়া প্রশাসকরা তাকে মিটিংয়ে থাকতে নিষেধ করেছেন! কারণ, লোধা কমিটি তার সুপারিশে অমিতাভকে বোর্ডের কর্মকর্তা হিসেবে অনুপযুক্ত ঘোষণা করেছিলেন। দুপুর ১২টায় শুরু হওয়ার কথা ছিল বৈঠক। কিন্তু সেটা শুরু হয় এর ৫ ঘণ্টা পর। মুম্বাই থেকে বোর্ডের প্রধান নির্বাহী রাহুল জোহরি টেলি কনফারেন্সে নির্বাচকদের বৈঠক পরিচালনা করেন।

বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্ট খেলার জন্য ভারত দল : বিরাট কোহলি (অধিনায়ক), মুরালি বিজয়, লোকেশ রাহুল, চেতেশ্বর পুজারা, আজিঙ্কা রাহানে, করুন নায়ার, ঋদ্ধিমান সাহা, রবিচন্দ্রন অশ্বিন, রবিন্দ্র জাদেজা, উমেশ যাদব, ইশান্ত শর্মা্, ভুবনেশ্বর কুমার, অমিত মিশ্র, অভিনব মুকুন্দ, হার্দিক পান্ডিয়া।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.