বলাকায় ফারুকী-তিশা
ওয়ান নিউজ বিনোদন ডেক্সঃ কালো টি-শার্ট পরে একদল তরুণকে নিয়ে রাজধানী জুড়ে ঘুরে বেড়াচ্ছেন মোস্তফা সরয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশা। দুপুর ২টার দিকে বনানী থেকে শুরু হয় ‘ডুব’-এর শো ডাউন। এরপর দলবল নিয়ে নিউ মার্কেটের বলাকা সিনেমা হলে পৌঁছেন তারা।
সাথে থাকা তরুণদের টি-শার্টে লেখা সিনেমাটির একমাত্র গানের লাইন, ‘বুকের মাঝে বয়ে চলে পাহাড় নামের নদী, আহা জীবন, আহা জীবন।’
জানা গেছে, বলাকায় দর্শকদের সঙ্গে কিছু সময় কাটিয়ে আরো কয়েকটি সিনেমা হলে ঘুরবেন তারা।
ফারুকীদের সঙ্গে আছেন আরেক জনপ্রিয় নির্মাতা রেদওয়ান রনি। হলে যারা সিনেমাটি দেখতে এসেছেন সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।
‘ডুব’ সিনেমাটি বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত। বাংলাদেশ থেকে আছে জাজ মাল্টিমিডিয়া, অন্যদিকে আছে ভারতের এসকে মুভিজ। অভিনয়ের পাশাপাশি ছবিটির সহপ্রযোজক ইরফান খান।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.