বর্ণিল আয়োজনে কক্সবাজার ওয়ার্ড় আওয়ামী লীগের “লাল সবুজের মহোৎসব “

এম.এ আজিজ রাসেল

বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা বলেছেন, “স্বাধীনতার ৫০ বছরের রাজনীতির ইতিহাসে সুদূরপ্রসারী বহু ঘাত—প্রতিঘাত, সংবিধান লঙ্ঘন করে অবৈধ সামরিক শাসনে হত্যাকাণ্ড—ষড়যন্ত্রের রাজনীতি, জাতীয়—আন্তর্জাতিক ষড়যন্ত্র এবং নানা চড়াই—উতরাই ও অন্ধকারের যুগ পেরিয়ে বাংলাদেশ আজ উন্নয়ন—সমৃদ্ধির মহাসোপানে। বিশ্ব দরবারে এক বিস্ময়। টানা মেয়াদে সরকার পরিচালনায় মুক্তিযুদ্ধ স্বাধীনতা সংগ্রামের নেতৃত্বদানকারী দল বাংলাদেশ আওয়ামী লীগ। বঙ্গবন্ধুকন্যা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা টানা তিন মেয়াদে সরকার পরিচালনা করছেন। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলেছে জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের পথে। কিন্তু এই অগ্রযাত্রা রুখে দিতে সদা তৎপর স্বাধীনতা বিরোধীরা। তাই তাদের ব্যাপারে আওয়ামী লীগের নেতাকর্মীদের সজাগ থাকতে হবে। ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে।”

সোমবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় কলাতলী লাইট হাউজের কটেজ জোন এলাকায় ১২নং ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত “লাল সবুজের মহোৎসব” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

১২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাহেদ আলী শাহেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোর্শেদুল হক চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র মুজিবুর রহমান। বিশেষ বক্তার বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সভাপতি মো. নজিবুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ—সভাপতি রেজাউল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল হক মুকুল, এড. রনজিত দাশ, উপ প্রচার সম্পাদক ১২নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর এম.এ মনজুর, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল কর ও সহ—সভাপতি সেলিম নেওয়াজ।

এসময় ১২নং ওয়ার্ড আওয়ামী লীগের আওতাধীন ফাতের ঘোনা, বৃহত্তর লাইট হাউজ, সৈকত পাড়া, আদর্শ গ্রাম, পর্যটন অঞ্চল আদর্শ পাড়া, বৃহত্তর কলাতলী, কলাতলী বীচ এবং পূর্ব কলাতলী ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ শত শত নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়।

এর আগে জাতীয় সংগীত ও দেশাত্মবোধক গানের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। আলোচনা সভা শেষে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে কাটা হয় বিশাল কেক। এসময় প্রায় দুই শতাধিক আতশবাজি ও শতাধিক ফানুসের আলোয় আলোকিত হয়ে উঠে আকাশ। পরে কক্সবাজার ও চট্টগ্রামের খ্যাতনামা শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সবার মাঝে উচ্ছ্বাস ছড়ায়। লাল সবুজের মহোৎসব উপলক্ষে পর্যটন এলাকাকে সাজানো হয় বর্ণিল রূপে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.