বন বাচাঁতে বন নির্ভর পরিবারকে ঋন দিয়েছে বনবিভাগ

মোঃ নেজাম উদ্দিন,
বনের গাছ কাটা, বন উজাড় এসব থেকে সরে আসতে বন নির্ভর পরিবারকে সহজ স্বর্থে ঋন প্রদান করছে বনবিভাগ।
চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বারবাকিয়া রেঞ্জের আওতায় টেকসই বন ও জীবিকা উন্নয়ন (সুফল) প্রকল্পের সুবিধাভোগীদের মাঝে চেক বিতরন করা হয়েছে। শনিবার (১০জুন) সকালে এই চেক বিতরণ করা হয় । চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চকরিয়া-পেকুয়া সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম ।
এ প্রকল্পের আওতায় বারবাকিয়া রেঞ্জের ০৭ টি গ্রাম সংরক্ষণ দলের ৩১৬ জন সুবিধাভোগীর মাঝে প্রতি সদস্যকে ২৫হাজার ২শত টাকা করে ঋন প্রদান করা হয় বলে জানা যায়।এতে মোট ঋনের পরিমান দাড়ায় ৭৯ লাখ ৬৩ হাজার ২০০ টাকা। এ অর্থের বিনিময়ে বন নির্ভর পরিবারের আর্থ সামাজিক উন্নয়নে ভূমিকা রাখবে বলে মনে করছেন এলাকাবাসি।
। অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পূর্বিতা চাকমা,পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর হায়দার, টইটং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদুল ইসলাম। অনুষ্ঠান সভাপতিত্ব করেন চট্রগ্রাম দক্ষিণ বনবিভাগ সহকারী বন সংরক্ষক পদুয়া মোঃ দেলোয়ার হোসেন। সঞ্চালনা করেন বারবাকিয়া রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মোঃ হাবিবুল হক।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.