সংবাদ বিজ্ঞপ্তি
করোনাকালিন ভারী বর্ষনে প্লাবিত বন্যার্ত মানুষের মাঝে খাদ্য সামগ্রী দিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা অগ্রযাত্রা।
শনিবার (৩১ জুলাই) প্রত্যন্ত অঞ্চল গর্জনিয়া, কচ্ছপিয়া, ও কাউয়ারখোপের বিভিন্ন এলাকার ২শত পরিবারের মাঝে এইসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়৷
অগ্রযাত্রা সভাপতি নীলিমা আক্তার চৌধুরী জানান, এই করোনাকালিন সময়ে কক্সবাজারে প্রবল বর্ষনে কক্সবাজারের বিভিন্ন এলাকা পানিতে প্লাবিত হয়েছে। তারা আজ কর্মহীন। আমাদের সকলের উচিৎ এই কঠিন সময়ে অসহায় মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। আশা করছি সকল সংগঠন এগিয়ে আসার আহবান জানান।
খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, অগ্রযাত্রার সভাপতি নীলিমা আক্তার চৌধুরী, সাংবাদিক নেজাম উদ্দিন, গর্জনিয়া ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মারুফ চৌধুরী, অগ্রযাত্রার অডিট অফিসার ফতেহ মোহাম্মদ কবির, লিগ্যাল অফিসার ইমরান তুহিন মিয়াজি প্রমুখ।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.