ওয়ান নিউজঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশের পূর্বাঞ্চলে বন্যাদুর্গত মানুষদের সহায়তার জন্য ত্রাণ সংগ্রহ করার উদ্দেশ্যে ৮ সদস্যের একটি ত্রাণ সংগ্রহ কমিটি গঠন করেছে। শনিবার (২৪ আগস্ট) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, উল্লিখিত কমিটি দেশের পূর্বাঞ্চলে বন্যায় উপদ্রুত মানুষদের সাহায্যার্থে শুকনো খাবার, বাচ্চাদের কাপড়, মোমবাতি, দেশলাই, বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয়ওষুধ দলের নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে সংগ্রহ করবে। দেশের সর্বস্তরের জনগণকে বন্যার্তদের সাহায্যার্থে সাধ্যানুযায়ী উল্লিখিত ত্রাণসামগ্রী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দেওয়ার করার জন্য একান্ত অনুরোধ করা হচ্ছে।
৮ সদস্যের ত্রাণ সংগ্রহ কমিটিতে যারা আছেন-
১) ডা. এ জেড এম জাহিদ হোসেন আহ্বায়ক- ত্রাণ সংগ্রহ কমিটি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য
২). আব্দুস সালাম আজাদ, সদস্য সচিব-ত্রাণ সংগ্রহ কমিটি। যুগ্ম মহাসচিব- বিএনপি।
৩) আফরোজা আব্বাস সদস্য- ত্রাণ সংগ্রহ কমিটি। সভাপতি- কেন্দ্রীয় মহিলা দল
৪) ডা. পারভেজ রেজা কাকন সদস্য- ত্রাণ সংগ্রহ কমিটি। সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক- বিএনপি।
৫) হাসান জাফির তুহিন সদস্য- ত্রাণ সংগ্রহ কমিটি। সভাপতি, কেন্দ্রীয় কৃষকদল।
৬) রেজাউল করিম পল সদস্য- ত্রাণ সংগ্রহ কমিটি। সিনিয়র সহ-সভাপতি, কেন্দ্রীয় যুবদল
৭) ইয়াসিন আলী সদস্য- ত্রাণ সংগ্রহ কমিটি। সিনিয়র সহ-সভাপতি, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল
৮) আবু আফসান মো. ইয়াহিয়া সদস্য-ত্রাণ সংগ্রহ কমিটি। সিনিয়র সহ-সভাপতি, কেন্দ্রীয় ছাত্রদল
Anecdotal evidence suggests that this alternative therapy is safe and as efficacious, if not more so than penicillin, and certainly more economic where to buy priligy in usa Next, the effects of prolonged intracerebroventricular infusion of AT 1 receptor antagonists were determined in these three situations
Your blog is a breath of fresh air in the often stagnant world of online content. Your thoughtful analysis and insightful commentary never fail to leave a lasting impression. Thank you for sharing your wisdom with us.