বন্ধ হলো সাড়ে পাঁচ`শ পর্ন সাইট
ওয়ান নিউজঃ দেশে সাড়ে পাঁচ`শ এর বেশি পর্নো ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা (বিটিআরসি)। পর্ন আসক্তি কমিয়ে যুবপ্রজন্মকে সঠিক পথে চালনা করার জন্য এমনই উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ সরকার।
বিষয়টি জানিয়েছেন বিটিআরসির সচিব ও মুখপাত্র সরওয়ার আলম।
তিনি জানান, এই সাইটগুলো বন্ধে মোবাইল অপারেটর, ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান (আইএসপি), ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়েসহ (আইআইজি) বন্ধের কার্যক্রম পরিচালনাকারী সংশ্লিষ্ট সব পক্ষকে একটি তালিকা পাঠানো হয়েছে।
এ বিষয়ে, ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম জানিয়েছেন, ক্লিক করেই কুরুচিকর ভিডিও ও অশালীন ছবি দেখা যায়, এমন অনেকগুলো পর্ন সাইট বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথমেই স্থানীয় জনপ্রিয় সাইটগুলোকে ব্লক করা হবে। তবে বাংলাদেশে ৭০ থেকে ৮০ শতাংশ পর্নগ্রাফি সাইটই বিদেশি।
বাংলাদেশের ইন্টারনেট পরিষেবা সংস্থার প্রেসিডেন্ট এমএ হাকিম জানান, সরকারের তরফে এ বিষয়ে তারা লিখিত নির্দেশ পেয়েছেন। সেই অনুযায়ী এরই মধ্যে কাজ শুরু হয়ে গেছে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.