‘বন্ডের ভূমিকায় অভিনয় করতে চাই’: প্রিয়াঙ্কা চোপড়া
ওয়ান নিউজ বিনোদন ডেক্সঃ প্রিয়াঙ্কা চোপড়ার কাছে সত্যিই ‘স্কাই ইজ দ্য লিমিট’! অনেক দিন আগে এক সাক্ষাৎকারে বলেছিলেন, সমালোচনা হোক বা প্রশংসা, কোনওটাই খুব একটা পাত্তা দেন না তিনি। ‘বেওয়াচ’ ছবির খারাপ রিভিউয়েও তাই দমে যাওয়ার পাত্রী তিনি নন।
সাক্ষাৎকারে তাকে জিজ্ঞেস করা হয়েছিল, এবার কি তাঁর লক্ষ্য বন্ডগার্ল হওয়া? ‘আমি তো চাই বন্ডের ভূমিকায় অভিনয় করতে। মনে হয় এ জীবনেই দেখে যেতে পারব নারী বন্ডকে,’ উত্তর দেন অভিনেত্রী। চরিত্রের বাঁধা গতকে ভাঙতে চান তিনি।
সাক্ষাৎকারে আরও এক স্টিরিওটাইপের কথা শোনান প্রিয়াঙ্কা। সেটা হল, বলিউড সম্বন্ধে হলিউডের দৃষ্টিভঙ্গি। বলেন, ‘অনেকেই এখন আমাদের হিন্দি ছবির বিশাল বাজার সম্পর্কে জানেন। তবু আমাদের ইন্ডাস্ট্রির ব্যাপারে বস্তাপচা ধারণা পোষণ করেন।’
টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’র সময় দেখেছেন, অনেকে মনে করেন ভারতীয়রা ইংরেজি বলতে বা অভিনয় করতে পারে না। শুধু গানের তালে নাচতে পারে। ‘‘তবে ধীরে ধীরে সেই ধারণাটা বদলাচ্ছে,’ বলেন প্রিয়াঙ্কা। ইন্ডিয়া ডটকম।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.