বড়বিলে ইউনুস মাতবরের ঘর ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে মানববন্ধন

বার্তা পরিবেশকঃ

কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম মৌলা চৌধুরী বড়বিল হাজী রকিম উদ্দিন মাতব্বর জামে মসজিদের খতিয়ান ভূক্ত জমিতে চাষাবাদে বাঁধা প্রদান চাষ করতে আসা ট্রাক্টর ভাঙচুর ও জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও গর্জনিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ ইউনুছ মাতব্বর এর বসতবাড়ীতে গুলিবর্ষণ করে লুটপাট ও ভাঙচুর করার প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধন করেছেন।
শুক্রবার(১৬ আগষ্ট) দুপুরে বড়বিল হাজী রকিম উদ্দিন মাতব্বর জামে মসজিদের সামনে বিশাল মানববন্ধন করেছে মুসল্লী সহ স্থানীয় বাসিন্দারা।

মানববন্ধনে জামে মসজিদ পরিচালনা কমিটির সহ-সভাপতি মোঃ নুরুল আজিম,কোষাধ্যক্ষ মোঃ ইসাহাক নির্বাহী সদস্য ইদ্রিস, রিয়াজুল ইসলাম চৌধুরীসহ অনেকে অভিযোগ করে বলেন, সাবেক চেয়ারম্যান গোলাম মৌলা চৌধুরী প্রভাব বিস্তার করে জামে মসজিদের খতিয়ান ভূক্ত জমিতে চাষাবাদ করতে দিচ্ছে না। জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি গর্জনিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাজী মোঃ ইউনুছ মাতব্বর প্রতিবাদ করলে গত ৫ ই আগষ্ট গভীর রাতে থিমছড়ির জালাল আহমদের ছেলে মার্ডার, ডাকাতিসহ বহু মামলার আসামি আব্দুর রহিম ও তার ভাই করিমসহ সঙ্গবদ্ধ ভাড়াটিয়া সন্ত্রাসীরা অবৈধ অস্ত্র দিয়ে গুলি করতে করতে বসতবাড়ি লুটপাট এবং মালামাল ভাঙচুর করে। তার প্রতিবাদে আজকে এলাকাবাসী ও মুসল্লিগণ একত্রিত হয়ে মানববন্ধন করেছেন।

তাঁরা আরও জানান উক্ত জামে মসজিদের জমির বিষয়ে গোলাম মওলা চৌধুরী গং এর বিরুদ্ধে কক্সবাজার অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট বরাবর ফৌজদারি কাঃ বিঃ ১৪৪ ধারায় এম,আর মামলা দায়ের করেন যার মামলা নং ৭০৫ ২০১৯।

দীর্ঘ শুনানি শেষে মহামান্য আদালত গত ৩১ জুলাই ২০২৪ উক্ত জমিতে প্রবেশ না করতে গোলাম মওলা চৌধুরী কে নির্দেশ প্রদান করেন।এতে ক্ষিপ্ত হয়ে প্রভাব বিস্তা করে মহামান্য আদালতের আদেশ অমান্য করে তার ব্যবহারিত অস্ত্র দিয়ে গুলী বর্ষণ করে গর্জনিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ ইউনুস মাতাব্বরের বাড়িতে লুটপাট সহ ভাঙচুর করা হয়েছে বলে জানান ভুক্তভোগী।
ভুক্তভোগী ইউনুস মাতবর জানান, হঠাৎ করে গোলাম মওলা চৌধুরী আমার উপর ক্ষিপ্ত হয়ে সন্ত্রাসী বাহিনী দিয়ে আমার ঘর ভাংচুরসহ লটপাট করেছে।আমি এর বিচার চাই।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.