বছরের শুরুর ম্যাচে জয় পেলো আর্সেনাল
ওয়ান নিউজ ক্রীড়া ডেক্সঃ ইংলিশ প্রিমিয়ার লিগে বছরের শুরুটা দারুণ ভাবেই করলো আর্সেনাল। ক্রিস্টাল প্যালেসকে ২-০ গোলে হারিয়ে লিগ টেবিলের দুই নম্বরস্থান দখল করলো আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা। দলের হয়ে একটি করে গোল করেন অলিভার জিরুদ ও অ্যালেক্স লোবি।
ফ্রেঞ্চ স্ট্রাইকার জিরুদ ম্যাচের ১৭ মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন। পরে ১-০ গোলের ব্যবধান নিয়ে বিরতিতে যায় আর্সেনাল। ম্যাচের দ্বিতীয়ার্ধে ৫৬ মিনিটে গোল করে স্বাগতিকদের হয়ে লিড বাড়ান লোবি।
ম্যাচের বাকি সময় আর কোনো গোল না হলে শেষ পর্যন্ত ২-০ তে জয় নিয়েই মাঠ ছাড়ে ওয়েঙ্গার শিষ্যরা। এ জয়ের ফলে ১৯ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তিনে চলে এলো আর্সেনাল সমান ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে শীর্ষে চেলসি। অার ১৯ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে দুইয়ে লিভারপুল।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.