বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের কর্মকর্তা মোজাম্মেল হক কুতুবীর মৃত্যুতে এমপি কমলের শোক প্রকাশ

প্রেস বিজ্ঞপ্তি

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরের কর্মকর্তা মোজাম্মেল হক কুতুবীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি। এক শোক বার্তায় তিনি মরহুম মোজাম্মেল হক কুতুবীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জানিয়েছেন।

কক্সবাজার-৩ (সদর-রামু)আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল বলেছেন, কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার কৃতিসন্তান মোজাম্মেল হক কুতুবী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিশ্বস্থ সহচর ছিলেন। তিনি দীর্ঘ বছর বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে কর্তকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর মৃত্যুতে আমরা একজন জননেত্রী শেখ হাসিনার বিশ্বস্থ কর্মীকে হারালাম।

উল্লেখ্য যে, বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের কর্মকর্তা মোজাম্মেল হক কুতুবী বাংলাদেশ মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় ৮ নভেম্বর সকালে ইন্তেকাল করেছেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.