বঙ্গবন্ধু স্বরণে রামুতে এমপি কমলের বিশালাকার মেজবান

মোঃ নেজাম উদ্দিন, কক্সবাজারঃ

কক্সবাজারের রামুতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও ১৫ আগস্টের সকল শহীদের ইছালে ছওয়াবের জন্য দক্ষিণ চট্টগ্রামের সর্ববৃহৎ মেজবানের আয়োজন করা হয়েছে।

শনিবার( ২৬ আগস্ট) সকাল থেকে রামু চৌমুহনী খিজারী স্কুল মাঠে মেজবানীর আয়োজন করেন কক্সবাজার-৩ সদর আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল।
মেজবানে কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলা থেকে আওয়ামীলীগ নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণীর মানুষ অংশগ্রহণ করে।

মেজবানে আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা,  কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক) এর সাবেক চেয়ারম্যান লেঃ কর্ণেল ফোরকান আহমেদ, কক্সবাজার পৌরসভা মেয়র মাহবুবুর রহমান,গর্জনিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম,  কক্সবাজার আদালতের পিপি ফরিদুল আলমসহ জেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

মেজবান কমিটির সদস্য সচিব সিরাজুল ইসলাম ভুট্টো জানান, বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধাশীল  হয়ে আজকের এই আয়োজন করা হয়। গত ৪৮ বছর আগে ১৫ ই আগস্ট বঙ্গবন্ধুসহ তার পরিবারকে হত্যা করা হয়েছিল। আমরা সকল মৃতের মাগফেরাত কামনা করছি।

প্রধান পৃষ্ঠপোষক কক্সবাজার -৩ সদর আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল জানান, ১৫ই আগস্ট জাতির শোকের মাস। এই মাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারকে হত্যা করা হয়েছিল। তাদের আত্মার মাগফেরাত কামনায় আজকের এই মেজবানের আয়োজন। ১৫ ই আগস্ট এ আরেকটি শোকের দিন হলো একুশে আগস্ট। যে দিনটিতে আমাদের বঙ্গবন্ধু কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মেরে ফেলার জন্য গ্রেনেড হামলা করা হয়েছিল। সেদিন সাবেক প্রেসিডেন্ট জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানসহ অনেক আওয়ামী লীগের নেতাকর্মী নিহত হয়েছিল। তাদের আত্মার মাগফেরাত কামনা করছি। সেই দিনটিও আমরা ভুলি নাই।

স্থানীয় সূত্রে জানা গেছে কক্সবাজারে বিভিন্ন উপজেলা থেকে প্রায় ৩০হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ এই মেজবানে আসেন।

গর্জনিয়া থেকে আশা ইউনিয়ন আওয়ামী লীগের নেতা মোহাম্মদ সেলিম জানান, দক্ষিণ চট্টগ্রামের সর্ববৃহৎ মেজবাটি আমাদের সংসদ সদস্য সাইমুম সরোয়ার কমল প্রতিবছরের ন্যায় এই বছরও বড় আকার মেজবানের আয়োজন করেছে। এতে স্থানীয় গরিব অসহায় সহ সকলে একবেলা খাবার ভালোভাবে খেতে পেরেছে। আশা করছি এইএমন মহৎ কাজ তিনি সব সময় করে যাবেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.