ওয়ান নিউজ ডেক্সঃ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিতব্য বিশেষ বিপিএলের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার (৮ ডিসেম্বর) সন্ধ্যা সাতটায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের গ্র্যান্ড স্ট্যান্ডে বিশেষভাবে নির্মিত ব্যালকনিতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সংক্ষিপ্ত বক্তৃতায় বলেন, বঙ্গবন্ধু বিপিএল ২০১৯ এই টুর্নামেন্টের উদ্বোধনের দিনে যারা উপস্থিত হয়েছেন তাদের সবাইকে আমি শুভ কামনা জানাচ্ছি। আশা করছি সামনের দিনে এই টুর্নামেন্ট সফল হবে, সার্থক হবে।
আজকের এই অনুষ্ঠান আপনারা সবাই ভালোভাবে উপভোগ করুন। সেই সঙ্গে আমি এই বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার ক্রিকেট লিগ ২০১৯ এর শুভ উদ্বোধন ঘোষণা করছি।
এর আগে সাড়ে পাঁচটা থেকে প্রথম পর্বে দেশীয় শিল্পীদের পারফরম্যান্সের পর দ্বিতীয় পর্ব শুরু হয়। প্রথম পর্বে মঞ্চ মাতান জেমসসহ দেশিয় শিল্পীরা।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে এবারের আসরকে স্মরণীয় করে রাখতে বর্ণিল উৎসবের মধ্য দিয়ে উদ্বোধন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
দ্বিতীয় পর্বে মঞ্চ মাতাবেন সালমান খান ও ক্যাটরিনা কাইফসহ ভারতীয় শিল্পী কৈলাশ খের ও সনু নিগম।
আগামী ১১ ডিসেম্বর থেকে বিপিএলের মাঠের খেলা শুরু হবে। ঢাকা, সিলেট এবং চট্টগ্রামে বিপিএলের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.