বঙ্গবন্ধু গোল্ডকাপ মার্চে

ওয়ান নিউজঃ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ২০১৭ সালের বর্ষপঞ্জিতে বঙ্গবন্ধু গোল্ডকাপ রাখা হয়েছে মার্চে। বাফুফে মার্চেই জাতির জনকের নামের এ টুর্নামেন্ট আয়োজনে বদ্ধপরিকর। তবে বর্ষপঞ্জিতে উল্লেখিত ১১ থেকে ২৩ মার্চ সময়টা ঠিক থাকছে না। শুরুটা হতে পারে মার্চের শেষ সপ্তাহে। বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ রোববার এমন ইঙ্গিতই দিয়েছেন।

টুর্নামেন্ট কয়েক দিন পিছিয়ে যাওয়ার কারণ আরেকটি আন্তর্জাতিক আসর। চট্টগ্রাম আবাহনী আয়োজিত দ্বিতীয় শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ শুরু হবে ১৮ ফেব্রুয়ারি। চলবে ২ মার্চ পর্যন্ত। একটি টুর্নামেন্ট শেষ করে আরেকটি আয়োজনের সুবিধার্থেই কিছুদিন পিছিয়ে দেয়া।

বাংলাদেশ থেকে দুটি দল খেলবে কিনা তা এখনো ঠিক হয়নি। এমন কি কয়টি ভেন্যুতে হবে তাও না। এ প্রসঙ্গে বাফুফে সাধারণ সম্পাদক বলেছেন, ‘আমরা কয়টি দল পাঠাবো তা সহসাই ঠিক হবে। কারণ টুর্নামেন্ট হবে ৮ দল নিয়ে। আমরা কয়টি দল রাখবো তার উপর নির্ভর করছে অতিথি দলের সংখ্যা। এবার আমরা শুধু ঢাকাতে টুর্নামেন্ট করার বিষয়ে বেশি গুরুত্ব দিচ্ছি। আবার এমনও হতে পারে, কিছু ম্যাচ ঢাকার বাইরেও হবে। এসব কিছু চূড়ান্ত করতে আরো কিছুদিন সময় লাগবে।’

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.