বগুড়ায় রোজা পালন করবে বিএনপি

ডেস্ক নিউজ:
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ নেতা-কর্মীদের মামলা ও হয়রানি থেকে রেহাই দেওয়ার দাবিতে আগামী সোমবার রোজা পালন করবে বগুড়া জেলা বিএনপি। রোজা শেষে শহরের বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে ইফতারে অংশ নেবে বিএনপির নেতা-কর্মীরা।

শনিবার দুপুরে জেলা বিএনপির প্রতিবাদ সমাবেশ থেকে এ কর্মসুচি ঘোষণা করেন বগুড়া জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার কাঁটাতারের বেড়ার অবরুদ্ধ নবাববাড়ি সড়কে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় দলটির নেতা-কর্মীসহ বগুড়াবাসীকে রোজা পালনের আহ্বান জানানো হয়।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.