বইমেলায় শেখ হাসিনার নতুন বই ‘নির্বাচিত প্রবন্ধ’

ওয়ান নিউজ ডেক্সঃ অমর একুশে গ্রন্থমেলার প্রথম দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন বই নির্বাচিত প্রবন্ধ প্রকাশিত হচ্ছে।

আগামী প্রকাশনী  বইটি মেলায় নিয়ে আসছে। প্রকাশনীর স্বত্ত্বাধিকারী ওসমান গনি এ ব্যাপারে জাগো নিউজকে বলেন, শেখ হাসিনার নির্বাচিত প্রবন্ধ  গ্রন্থটি বর্তমান বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্বের চিন্তা-চেতনা, মন-মানসিকতা ও দৃষ্টিভঙ্গীর পরিচয় বহন করে। যে কারণেই গ্রন্থটির গুরুত্ব অপরিসীম ।

বইটির ভূমিকা লিখেছেন এমিরেটাস অধ্যাপক রফিকুল ইসলাম। প্রচ্ছদ করেছেন আনওয়ার ফারুক। মূল্য ৩৫০.০০ টাকা।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.