ফেসবুকে ফেক অ্যাকাউন্ট বন্ধে ‘ফেস স্ক্যান’ পদ্ধতি

ওয়ান নিউজ ডেক্স: এবার অ্যাকাউন্ট ওপেনের জন্য বা অ্যাকাউন্টে লগ ইন করার জন্য ‘ফেস রিকগনিশন টেকনোলজি’ আনতে যাচ্ছে ফেসবুক। ইতোমধ্যে বেশ কিছু গ্রাহকের অ্যাকাউন্ট নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে বলেও জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।

 

পরীক্ষাটি সফল হলে তা সব ফেসবুক অ্যাকাউন্টেই কার্যকর করা হবে। গ্রাহকরা তাদের মুখের কাছে ফোনটিকে ধরলে ফেসবুক অ্যাপ তাদের মুখ স্ক্যান করে অ্যাকাউন্টে তার ট্যাগ্‌ড ছবি বা ভিডিওর সঙ্গে কমপেয়ার করবে এবং মিলে গেলেই খুলে যাবে অ্যাকাউন্ট।

 

‘ফেস স্ক্যান’ পদ্ধতিতে ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হওয়া থেকেও বাঁচানো যাবে বলে মনে করছে সংস্থাটি। এটি কার্যকর হলে অন্যের ছবি ব্যবহার করে ‘ফেক অ্যাকাউন্ট’ তৈরি করাও আটকানো যাবে বলে আশাবাদী তারা।

 

‘ফেস রিকগনিশন টেকনোলজি’র ব্যবহার ইতোমধ্যেই চালু হয়ে গেছে ফেসবুকে। গ্রাহকের অ্যাকাউন্টে আপলোড করা ট্যাগকৃত ছবির মাধ্যমে ‘অ্যাকাউন্ট অথিন্টিসিটি’ মাঝেমধ্যেই যাচাই করে নিচ্ছে ফেসবুক।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.