ওয়ান নিউজ ডেক্স: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের শপথের পর এবার সংসদের সংরক্ষিত আসনে নির্বাচনের তোড়জোড় শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)।
এক্ষেত্রে আইন নির্ধারিত উপায়ে আগামী ফেব্রুয়ারির মাঝামাঝিতে তফসিল ঘোষণা করা হতে পারে। ফলে মার্চের মধ্যে ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন ইসি কর্মকর্তারা।
জাতীয় সংসদে মোট ৫০টি সংরক্ষিত নারী আসন রয়েছে। আইনে বলা আছে, সরাসরি ভোটে নির্বাচিত এমপিদের ফলাফল গেজেট আকারে প্রকাশের পরের ২১ কার্যদিবসের মধ্যে নির্বাচন কমিশনে দল, জোট কিংবা স্বতন্ত্র প্রার্থীরা সংরক্ষিত আসনে তাদের প্রার্থীর বিষয়ে কমিশনকে জানাবে।
নির্বাচন কমিশনের নিবন্ধিত দলগুলো যোগ্যতাসম্পন্ন যেকোনো নারীকে এ নির্বাচনের জন্য মনোনয়ন দিতে পারবেন।
আইন অনুযায়ী আগামী ৩০শে জানুয়ারির মধ্যে দল বা জোটগুলোকে সংরক্ষিত আসনের প্রার্থীদের তথ্য ইসিকে জানাতে হবে। এ ছাড়া ভোটের ফলাফল গেজেট আকারে প্রকাশের পরবর্তী নব্বই দিনের মধ্যে সংরক্ষিত নারী আসনের নির্বাচনের বাধ্যবাধকতাও রয়েছে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.