ফুলেল শুভেচ্ছায় সিক্ত ‘বায়তুশ শরফ স্বর্ণপদক’ প্রাপ্ত এম.এম. সিরাজুল ইসলাম

সংবাদ বিজ্ঞপ্তি
স্বীয় কর্মপ্রচেষ্টায় শিক্ষা, চিকিৎসা, সমাজ সেবার মাধ্যমে অগণিত মানুষের কল্যাণে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ ‘বায়তুশ শরফ স্বর্ণপদক’ লাভ করায় কক্সবাজার বায়তুশ শরফ কমপ্লেক্স এর মহাপরিচালক বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক আলহাজ্ব এম.এম. সিরাজুল ইসলামকে ইউনিয়ন ব্যাংক কক্সবাজার শাখার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করা হয়েছে।
অভিনন্দনকালে শাখা ব্যবস্থাপক আবদুল আজিজ, সহ-ব্যবস্থাপক মোহাম্মদ জাহেদ উল্লাহ, বিশিষ্ট ব্যবসায়ী আবুল কাসেম, সমাজসেবক ও সাবেক পৌর কমিশনার আবু জাফর সিদ্দিকীসহ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, আনজুমানে ইত্তেহাদ বাংলাদেশ আয়োজিত ৪ দিনব্যাপি পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) উদ্যাপনের ৩য় দিন (১২ ডিসেম্বর) চট্টগ্রাম বায়তুশ শরফ কমপ্লেক্স প্রাঙ্গনে আলহাজ্ব এম.এম. সিরাজুল ইসলামসহ ৪ গুণীজনকে অনুষ্ঠানিকভাবে ‘বায়তুশ শরফ স্বর্ণপদক’ প্রদান করে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.