ফুয়াদ আল খতিব হাসপাতাল কর্পোরেট চুক্তি স্বাক্ষর ইপসার

বার্তা পরিবেশকঃ
ইপসা (ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন) ও ফুয়াদ আল খতিব হাসপাতালের সাথে কর্পোরেট চুক্তি স্বাক্ষর করেছে। ডাঃ মোঃ শাহ আলম,২৭নভেম্বর (বুধবার) দুপুরে হাসপাতালের পরিচালক এবং মিসেস হোসনা আরা রেখা – প্রজেক্ট ম্যানেজার, ওয়াইপিএসএ তাদের মধ্যে চুক্তি স্বাক্ষর ও বিনিময় করেছেন। কর্পোরেট স্বাক্ষরের সময় উভয় সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই চুক্তির আওতায়, সমস্ত কর্মচারী এবং উপকারভোগী আল-ফুয়াদ হাসপাতাল থেকে স্বাস্থ্যসেবা গ্রহণের সময় কর্পোরেট সুবিধা পাবেন .

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.