অনলাইন ডেস্ক:
ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল মালিকি গতকাল শুক্রবার জানিয়েছেন, ‘যে কোন সময় আবারও লেগে যেতে পারে যুদ্ধ, তাই যুদ্ধবিরতির কোন নিশ্চয়তা নেই।’
তিনি আরও বলেন, ‘ইসরায়েল দাবি করছে, এ যুদ্ধবিরতি একতরফা। মিসর, কাতার ও জাতিসংঘ যুদ্ধবিরতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সবার সম্মতিতে আমরা যুদ্ধবিরতির অনুমোদন পেয়েছি।’
উল্লেখ্য, হামাসের সঙ্গে বৃহস্পতিবার (২০ মে) রাতে যুদ্ধবিরতিতে যায় ইসরায়েল। এর আগে ইসরায়েল-ফিলিস্তিন ইস্যু কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের অবস্থান বিশ্বব্যাপী ব্যাপক সমালোচিত ছিল।
আল-আকসা মসজিদ চত্বরে ইসরায়েলি পুলিশের সঙ্গে ফিলিস্তিনিদের সংঘর্ষের জের ধরে ১২ দিন ধরে হামলা চলে। গত ১০ মার্চ রাত থেকে অধিকৃত এই উপত্যকায় ফিলিস্তিনিদের স্থাপনায় বিমান হামলা চালায় ইসরায়েল। হামলায় অন্তত ২৩২ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে ৬৫ শিশু রয়েছে। অপরদিকে ইসরায়েলে হামাসের ছোড়া রকেটে ১২ জন নিহত হয়েছেন। সূত্র: আল জাজিরা
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.