এইচ এম রুহুল কাদের, চকরিয়া :
ইসরাইলী সন্ত্রাসী বাহিনী ফিলিস্তিনি জনগণকে গণহারে হত্যার প্রতিবাদে চকরিয়ায় বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির।
শনিবার (২২ মে) বাদে আছর সোসাইটি মসজিদের সামনে থেকে মিছিল শুরু করে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাসটার্মিনালে গিয়ে সমাবেশে মিলিত হয়।
জেলা ছাত্রশিবিরের সেক্রেটারী আসহাব উদ্দিন আসাদের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ছাত্রশিবিরের সভাপতি ছাত্রনেতা কামাল হোছাইন।
এতে জেলা ছাত্রশিবির নেতা কফিল উদ্দিন, চকরিয়া শহর সভাপতি হেলাল উদ্দিন সহ উপজেলা ইউনিয়নের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা ফিলিস্তিনে ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, এই হামলা মানবতার বিরুদ্ধে, ছাত্রসমাজ ও জাতিসংঘসহ বিশ্ব সম্প্রদায়কে এই নৃশংস হামলার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান ।
১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৩২
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.